নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
শনিবার, ১ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে “সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ”–এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক দুইদিন ছুটি নির্ধারণ, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালা-কানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১ দফা দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ ও প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ।

তিনি বলেন, “সাংবাদিকরা এখন বিভক্ত। অনেক অপেশাদারও আমাদের পেশায় ঢুকে পড়েছে। আমরা নিজেরাই আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করছি। সাগর-রুনী হত্যার বিচার আজও হয়নি, অথচ তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেক নেতা বিদেশ গেছেন, উপদেষ্টা হয়েছেন। সেই রক্তের বিচার আমরা নিজেরাই শেষ করে দিয়েছি। এজন্য দায় আমাদের জাতীয় নেতৃত্বের।”

তিনি আরও বলেন, “সাগর-রুনী হত্যাকাণ্ডের চার্জশিটের তারিখ ১২০ বারেরও বেশি দেওয়া হয়েছে। কোনো সরকারই এ হত্যার বিচার করতে চায় না। রাজনৈতিক বিরোধ যতই থাকুক, তাদের সংযোগ কিন্তু এক জায়গায় মিলে যায়। সাংবাদিকদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই।”

সাংবাদিক আবু সাউদ মাসুদ বলেন, “আমরা যে পত্রিকাগুলোতে কাজ করি, সেগুলোরও নিজস্ব রাজনৈতিক পলিসি আছে। আমরা চাকরি করি, কিন্তু নিরপেক্ষতার অভাব প্রতিটি স্তরে টের পাই।”

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম বলেন, “সাগর-রুনী হত্যার চার্জশিট দ্রুত দাখিল করুন—এটাই আমাদের দাবি। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য পাওনা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ বুলেটিন পোর্টালের সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মেহেবুব মিয়া, দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক দেশ প্রতিনিধি মোখলেছুর রহমান তোতা, সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, ফররুখ আহমেদ, এডভোকেট মনির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:২৮:০৫   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে সৌদি সরকারের দুম্বার মাংস ৭১টি এতিমখানায় বিতরণ
আই ডোন্ট কেয়ার, আমি জানি কে আমি, বিএনপিও জানে কে আমি: আরুনী
নারায়ণগঞ্জে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
জান্নাতের টিকেট বিক্রি কইরেন না: মাসুদুজ্জামান
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার
সমবায় সাম্য ও সমতার ভিত্তিতে দেশ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার: ডিসি
রূপগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
আমরা মওদুদী ইসলাম নয়, মদিনার ইসলামের অনুসারী : সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ