
জামালপুর প্রতিনিধি :জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা এলাকায় সরকারি জমিতে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে প্রশাসন অভিযান চালিয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দা লক্ষী চাঁন চৌধুরীর নির্মাণাধীন কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। এছাড়াও, অনুমতি ছাড়াই নির্মাণ কাজ শুরু করা এবং ভবন ভাড়া দেওয়ার অভিযোগে অভিযুক্তের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষী চাঁন চৌধুরী এবং তার স্ত্রী ডেলিয়া চৌধুরী, ছেলে বিজয় চৌধুরী, সঞ্জয় চৌধুরী, হৃদয় চৌধুরী ও রাজীব চৌধুরী সহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৌরসভার অনুমোদন ছাড়াই সরকারি ভূমিতে ভবন নির্মাণ ও সংযোজনের কাজ চালিয়ে আসছিলেন।
অবৈধভাবে নির্মাণ কাজ চলার ঘটনায় স্থানীয় জনগণ, সাংবাদিক ইসমাইল হোসেন সহ পেশাদার সাংবাদিকগণ, সাবেক পৌর মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন, যুবদল নেতা দুলাল মিয়া এবং স্থানীয় নজরুল ইসলাম সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ পরিপ্রেক্ষিতে, সরিষাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় পৌর প্রশাসন এই পদক্ষেপ নেয়। প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় এটি প্রশংসনীয় উদ্যোগ, যা ভবিষ্যতে অবৈধ নির্মাণ রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বাংলাদেশ সময়: ২১:৩৯:৩০ ৫৭ বার পঠিত