সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
রবিবার, ২ নভেম্বর ২০২৫



সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের জন্য সংস্কার অপরিহার্য— এবং এ বিষয়ে তার দল কোনো আপোস করবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য এবং উন্নয়নের জন্যসংস্কার অপরিহার্য। সংস্কারের প্রশ্নে আমরা কোনো আপোস করব না।’

আজ রোববার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট: ফ্যাসিবাদের কালো থাবা ও ভবিষ্যৎ বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি হিসেবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সুসংহত করতে জামায়াতে ইসলামী তিনধাপের প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারাবদ্ধ— সংস্কার, বিচার ও নির্বাচন।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে আমাদের প্রথম অগ্রাধিকার সংস্কার, দ্বিতীয় বিচার এবং তৃতীয় অগ্রাধিকার হবে জনগণের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা।’

ড. তাহের সতর্ক করে বলেন, ক্ষমতা কেন্দ্রীভূত করার যেকোনো প্রচেষ্টা ফ্যাসিবাদের জন্ম দিতে পারে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আকাশ থেকে পড়ে না, এটি জন্ম নেয় যখন অতিরিক্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়। বাংলাদেশের জনগণ সেই ব্যবস্থা পরিবর্তন চায়।’

ড. তাহের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আপনি যদি এই সংস্কারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেন, তবে বাংলাদেশের ইতিহাসে আপনাকে এক অসাধারণ নেতা হিসেবে স্মরণ করা হবে। আমরা আপনাকে বীর হিসেবে দেখতে চাই।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা নয়, বরং দেশের স্বার্থে কাজ করা।
ড. তাহের উপদেষ্টা পরিষদকে জাতীয় কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সংস্কার প্রক্রিয়ায় আপস বা বিভ্রান্তি সৃষ্টি হলে দেশ আবারও অনিশ্চয়তার দিকে ধাবিত হতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার জনগণের প্রতি। যদি আপসের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়, তবে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়ে যাবে এবং দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হতে পারে।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব মাওলানা আবদুল হালিম, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ।

সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির মো. নুরুল ইসলাম বুলবুল।

সেমিনারটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ শাখার সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৯   ৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড
চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে: তারেক রহমান
সোনারগাঁয়ে কাইকারটেক হাটে মামুন মাহমুদের লিফলেট বিতরণ
সংস্কারের প্রশ্নে কোনো আপোস নয় : ডা. তাহের
ঢাকার বায়ুদূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে অভিযানে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
ব্রিটিশরা চলে গেছে, রেখে গেছে তাদের ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা : খন্দকার আনোয়ার
আগে ক্যাপাসিটি বিল্ড আপ, তারপর এলডিসি থেকে উত্তরণ : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ