![]()
অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুন সংযুক্ত ‘শাপলা কলিকে’ দলীয় প্রতীক হিসেবে বেছে নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্য দিয়ে ‘শাপলা’ প্রতীক পাওয়ার অনড় অবস্থান থেকে সরে এলো দলটি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এনসিপি শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। শাপলা কলি দেওয়া হলে তারা নেবেন। দলের তৃণমূল প্রতীকটিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।
আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের সঙ্গে শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও দাবি করেন এনসিপির এই নেতা।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিইসি’র সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
‘শাপলা’ প্রতীক নিয়ে অনড় অবস্থান থেকে সরে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটাকে (ইসি) ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি। এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি। সেই ফাইটিংয়ের জায়গায় আমরা শাপলা কলি নিচ্ছি, আবেদন করেছি।
তিনি বলেন, আমরা শাপলা কলি নেবো। কিন্তু কেন আমাদের শাপলা দেওয়া হচ্ছে না, সেই ব্যাখ্যা আমরা এখনও পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ! কিন্তু এখন কী তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব, আমরা ইলেকশন ফেজে ঢুকব না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে এনসিপিকে তপশিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। নির্ধারিত সময় প্রতীক বেছে না নিয়ে বিধি সংশোধন করে শাপলা প্রতীকের দাবি তোলে এনসিপি। কিন্তু ইসির তরফে বরাবরই বলা হচ্ছিল, প্রতীক তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।
এর মধ্যে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন, তারা শাপলা প্রতীকেই ভোট করবেন এবং এই প্রতীক না পেলে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এনসিপি নেতাদের এমন অনড় অবস্থানের মধ্যে গত বৃহস্পতিবার প্রতীক তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’সহ চারটি প্রতীক যুক্ত করে ইসি। তবে তাৎক্ষণিকভাবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা শাপলা কলি নেবে না, শাপলাই চায়।
বাংলাদেশ সময়: ২৩:২৯:৪০ ৬৪ বার পঠিত