সুমাইয়া হত্যা বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুমাইয়া হত্যা বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



সুমাইয়া হত্যা বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুরবাড়িতে গৃহবধূ এতিম সুমাইয়ার রহস্যজনক মৃত্যুতে দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে ইসলামপুরে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

​৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ–ইসলামপুর মহাসড়কের মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​এসময় নিহত সুমাইয়ার মা নিলুফা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, “আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে তার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অমানবিক নির্যাতন চালিয়ে এসেছে।

আমি আমার মেয়ের হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই। ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ কেন ছেড়ে দিল?”
​নিহতের আত্মীয়-স্বজন উজ্জ্বল, জাকির হোসেন ও অন্যান্য এলাকাবাসী অভিযোগ করেছেন, সুমাইয়ার হত্যার ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

​উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ভোর রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ নিহত সুমাইয়ার শ্বশুরবাড়ি বীর উৎমারচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত সুমাইয়া ছিলেন ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের মেয়ে। প্রায় আট মাস আগে পারিবারিক ভাবে বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিনের ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

​সুমাইয়া হত্যার বিচার দাবিতে মোশারফগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধের খবর পেয়ে জামালপুর (২) ডিবির ওসি রুহুল আমিন ঘটনাস্থলে আসেন। তিনি বিক্ষোভকারী এবং সুমাইয়ার পরিবারকে আশ্বস্ত করে সাংবাদিকদের বলেন, “যে দাবিতে তারা সড়কে নেমেছেন তার জন্য আমাদের সময় দিতে হবে।

পুলিশ জনগণের জন্যই কাজ করে। তার জন্য সকলের সহযোগিতা করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে ইনশাল্লাহ আসামি ধরার চেষ্টা করব, আপনারা শান্ত হউন।” ​পুলিশের এই আশ্বাসের পর বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ থেকে সরে যান।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪২   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা
আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ