![]()
জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ৩৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গম, সরিষা, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ডালের উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে পাবেন।
একজন কৃষক এক বিঘা জমিতে যেকোনো একটি ফসল চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার পাবেন। এই কর্মসূচির আওতায় ২ হাজার কৃষক গমের জন্য, ৩৫ হাজার কৃষক সরিষার জন্য, ৪০০ কৃষক চিনা বাদামের জন্য, ৩০০ কৃষক পেঁয়াজ এবং ৩০০ কৃষক মসুর ডালের জন্য প্রণোদনা পাবেন।
প্রতিটি কৃষক গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং চিনা বাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন।
এছাড়া পেঁয়াজ চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার এবং মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, সরকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। এই সপ্তাহের মধ্যেই এসব প্রণোদনা প্রদান সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১৬:২০:৪৭ ৩৮ বার পঠিত