শনিবার, ৮ নভেম্বর ২০২৫

জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিলেন- সালিমা তালুকদার আরুনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিলেন- সালিমা তালুকদার আরুনী
শনিবার, ৮ নভেম্বর ২০২৫



জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিলেন- সালিমা তালুকদার আরুনী

জামালপুর প্রতিনিধি : সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিলেন। গণতন্ত্রের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

​শনিবার (৮ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সালিমা তালুকদার আরুনীর বাসভবনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন।

​বক্তব্যের একাংশে সালিমা তালুকদার আরুনী ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সহ-সভাপতি তাহিদুল ইসলামকে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “কিসের এত হুংকার, অহংকার, আহমিকা, এই জিনিস এই দৃষ্টতা কে দিল? নিজেরা তৈরি করে গুন্ডামী, গুন্ডাবাজী। গুন্ডাবাজীর কোনো স্থান নাই বিএনপিতে। গুন্ডামী কেউ পছন্দ করে না।”

​তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও না করতেন, দেশনেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়াও না করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানও না করেন।” হুমকীদাতা ও হামলাকারীদের ইঙ্গিত করে তিনি বলেন, “এগুলো সব হচ্ছে অ্যাডিক্টেড ভিভো, অ্যাডিক্টেড মানুষ, এরা গঞ্জিকা সেবিক, এরা গাঁজা খেয়ে খেয়ে মাথা নষ্ট করছে। কাজেই তারা খারাপ, অথচ কিছু বুঝতে চাচ্ছে না।

​সালিমা তালুকদার আরুনী কোনো প্রকার গোলযোগ সৃষ্টি করতে আসেননি এবং গোলযোগ চান না বলে উল্লেখ করেন। তিনি সাংবাদিককে সঠিক সংবাদ পরিবেশন এবং প্রশাসনকে তাদের প্রশাসনিক দায়িত্ব পালনের অনুরোধ জানান। তিনি বলেন, “যে যাকে সমর্থন করুক না কেন, কাউকে হুমকি ধামকি দেওয়া যাবে না। এটা বিএনপি সমর্থন করে না।” তিনি আরও বলেন, সরিষাবাড়ীর যারা বিএনপি থেকে তাকে সমর্থন করছেন এবং কাজ করছেন, তারা তার “কলিজার ভিতরের মানুষ”।

​আলোচনা সভায় অ্যাডভোকেট এবিএম রেজা সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট আব্দুল বারীক, সাবেক আওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, শফিকুল ইসলাম মিন্টু, সোহরাব আলী, আমিনুল ইসলাম, বাদল মিয়া, শিহাব উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

​এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মূল ধারার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে ভোট প্রার্থনা করে ভাটার বাজার মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৮   ১৪ বার পঠিত