![]()
রবার্ট লেভানদোস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে লা লিগা শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরো শক্ত করল বার্সেলোনা। রবিবার রাতে ক্যাম্প ন্যুয়ে রোমাঞ্চে ভরা এই ম্যাচে জয় পেয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনে হান্সি ফ্লিকের শিষ্যরা।
দিনের আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করলে সুযোগ আসে বার্সার সামনে। সুযোগটা কাজে লাগাতে না ভুল করেননি লেভানদোস্কি-ইয়ামালরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ১০তম মিনিটে ভিএআরে নিশ্চিত হওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন লেভানদোস্কি। তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। পরের মিনিটেই বোরহা ইগলেসিয়াসের দারুণ থ্রু পাস ধরে গোলরক্ষক শেজনিকে পরাস্ত করে সমতায় ফেরান সেল্টার সার্জিও ক্যারেইরা।
এরপর পোস্টে লেগে রাশফোর্ডের একাধিক শট ফিরলে হতাশ হন বার্সা সমর্থকরা। তবে ৩৭তম মিনিটে আবারও সেই রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভানদোস্কি।
কিন্তু সেল্টাও হার মানার দল নয়। শক্তিশালী শর্টে আবারও সমতায় ফেরান ইগলেসিয়াস।
ম্যাচে প্রতি আক্রমণ-প্রতি জবাবের লড়াই চলতেই থাকে। বিরতির ঠিক আগে লামিন ইয়ামালের তুলনামূলক দুর্বল শট সামলাতে ব্যর্থ হন সেল্টা গোলরক্ষক ইয়োনুত রাদু। বল গড়িয়ে জালে জড়িয়ে যায়, ৩-২ ব্যবধানে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে বার্সা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখলেও গোলের সুযোগ ছিল কম। অবশেষে ৭৩ মিনিটে আবারও রাশফোর্ডের বাড়ানো বল দারুণ নৈপুণ্যে ফ্লিক করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোস্কি।
এতে ম্যাচে নিশ্চিত হয় বার্সার জয়।
শেষ দিকে একক দৌড়ে এসে ইয়ামাল পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন। যোগ করা সময়ে ইয়াগো আসপাসকে বিপজ্জনক ট্যাকল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্রেঙ্কি ডি ইয়ংকে। ১০ জনের দল নিয়েও বাকি সময়ে খেলা নিয়ন্ত্রণে রেখেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ১২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ায় মাত্র তিনে। অন্যদিকে মাত্র দুই জয় ও সাত ড্র নিয়ে সেল্টা ভিগো অবস্থান করছে টেবিলের ১৩তম স্থানে।
বাংলাদেশ সময়: ১৫:২০:১১ ৮ বার পঠিত