![]()
![]()
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট। যদি নির্বাচনের আগে জুলাই সনদের বিষয়ে সুরাহা না হয় তাহলে ওই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই সনদকে গুরুত্ব দিয়ে নির্বাচনের আগে গণভোটের পক্ষে এনসিপি।
তিনি বলেন, যারা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ আবার নাশকতা চালাচ্ছে। কোনোভাবেই বাংলার মাটিতে আওয়ামী লীগকে আসতে দেবে না এনসিপি।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে উঠান বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘দেশের টাকা দেশের উন্নয়ন খরচ না করে বিদেশে পাচার করা হয়েছে। যত টাকা খরচ করে পদ্মা সেতু করা হয়েছে। তত টাকা হলে ২০টি পদ্মা সেতু করা যেত। এদেশে কেউ উচিৎ কথা বললেই তাকে জেলে ভরে দিতো। আয়না ঘরে করে রাখতো। আমরা জুলুম থেকে রক্ষা পেলেও অনিয়ম থেকে রক্ষা পাইনি। দেশের উপকার করতে হলে সিস্টেম মতো দেশ চালাইতে হবে। যেটা এনসিপি করতে চায়।’
তিনি আরও বলেন, ‘সরকারি টাকা, সরকারি বরাদ্দ সঠিক জায়গায় খরচ করা হবে। এনসিপি নির্বাচিত হলে জনগণের জন্য ভালো হবে এমন আইন তৈরি করা হবে।’
আখতার হোসেন দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে বলেন, সারা বাংলাদেশ থেকে এমন মানুষকে মনোনয়ন দিতে চাই। যারা জনগণের চিন্তা করবে।
এছাড়াও জনগণের বরাদ্দকৃত টাকা যাতে কেউ তছরুপ করতে না পারে সেক্ষেত্রে বলেন, ‘মসজিদ, মন্দিরে কত টাকা বরাদ্দ আসছে সেটা জনগণের সামনে তুলে ধরতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে সাইনবোর্ড লেখা থাকবে। গ্রামগঞ্জে জনসেবা সেন্টার খুলে চিকিৎসা সেবা বাস্তবায়ন করা হবে।’
জনগণের টেক্সার টাকায় বিভিন্ন ভাতা মর্যাদার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে জনগণকে আশ্বাস দেন রংপুরের পীরগাছা ও কাউনিয়া ৪ আসনের এনসিপি মনোনীত এমপি প্রার্থী আখতার হোসেন।
পরে আখতার হোসেন মোটরসাইকেলে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৯ ৮ বার পঠিত