![]()
১৪ বছরে পা দিল ঐশ্বরিয়া-অভিষেককন্যা আরাধ্য বচ্চন। আরাধ্যর বিশেষ এই দিনে দাদা অমিতাভ বচ্চন তাকে আশীর্বাদ জানিয়ে একটি আবেগঘন বার্তা লিখেছেন।
বলিউডে তারকাদের সন্তানদের মধ্যে অন্যতম আরাধ্য বচ্চন। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের ঘরে জন্ম নেয়া সেই সন্তান আজ ১৪ বছরের তরুণী।
নাতনির জন্মদিন উপলক্ষে অমিতাভ বচ্চন একটি ব্লগ শেয়ার করেন যেখানে তিনি বলেন, ‘সেই ছোট্ট শিশুটি এখন অনেক বড় হয়ে গেছে। আমার আশীর্বাদ ওর সঙ্গে রয়েছে। দেখতে দেখতে ও অনেকটা বড় হয়ে গেল।’ অমিতাভের কথা শুনে বোঝাই যাচ্ছিল যে তিনি নিজের নাতনিকে নিয়ে ঠিক কথাটা গর্বিত।
তবে নাতনির জন্মদিনে অমিতাভ যতটা আনন্দ পেয়েছেন ঠিক ততটাই এখন তিনি ভারাক্রান্ত হয়ে রয়েছেন। বিগত বেশ কয়েক মাসে চলচ্চিত্র জগতের একাধিক নামিদামি ব্যক্তিত্ব না ফেরার দেশে চলে গেছেন, যাদের মধ্যে অনেকেই অমিতাভের ভীষণ কাছের। তাদেরকে নিয়েও আবেগঘন বার্তা দিয়েছিলেন বলিউড শাহেনশাহ।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪১ ৯ বার পঠিত