![]()
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া, নামাপাড়া ও ভূইয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন ও রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অবহিত করেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, জনগণের যে প্রত্যাশা বিএনপির কাছে সে প্রত্যাশা পূরণে যিনি সামর্থবান এবং নিজস্ব মেধা ও দূরদর্শিতা রয়েছে সে অনুযায়ী ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানী কমিটির সদস্যবৃন্দ এবং সর্বোপরি সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে মনোনয়ন ঘোষণা করেছে সেখানে নারায়ণগঞ্জ -৫ আসনে সর্বস্তরের মানুষের মতামত নিয়ে ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, প্রতিহিংসাপরায়াণ মূলক রাজনীতি নয় আমরা সহনশীল ও সহমর্মিতা মানসিকতা নিয়ে নারায়ণগঞ্জকে বসবাস ও নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ,কিশোর গ্যাং থেকে রক্ষায় মাসুদ ভাই নতুন ধারার রাজনীতি প্রবর্তন করতে যাচ্ছে। ইতিমধ্যে সবাই মাসুদ ভাইকে সমর্থন দিয়েছে। আমরা সে সমর্থন নিয়ে ৩১ দফা বাস্তবায়নে ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়রবযুগ্ম আহবায়ক আব্দুস সবুর খাঁন সেন্টু,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক সদর থানা যুবদলের সভাপতি মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ( দপ্তর) সজিব, ১৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মন্টু, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, তারেক জিয়া প্রজন্ম দলের নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়া বড় বাড়ির বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মো.শাহজাহান, তানজিল, সদর থানা যুবদল নেতা স্বপন, নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম ,সুজন, সঞ্জু,জিতু, রাকিব, বাবু প্রমুখ
বাংলাদেশ সময়: ২২:৫১:২৭ ১৯ বার পঠিত