জামালপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫



জামালপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী ও সমর্থকরা।
​১৯ নভেম্বর (বুধবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর শহরের বটতলা (থানা মোড়) এলাকায় তিন রাস্তার মোড় অবরোধ করে এই অনশন কর্মসূচি পালন করা হয়।

​কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিটসহ আরও অনেকে।

​বক্তারা সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমের পক্ষে জোর দাবি জানিয়ে বলেন, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার, নদীশাসন ও নদী ভাঙ্গন রোধকল্পে, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট উন্নয়ন এবং চিকিৎসা সেবার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাঁর বিরুদ্ধে ১৪টি হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও জনপ্রিয়তার কারণে তাঁকে মনোনয়ন দেওয়া হলে ইসলামপুর আসনে বিএনপির জয়লাভ নিশ্চিত হবে।

​বক্তারা বর্তমান মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ সাল থেকে ২০১৮ সালের নির্বাচন ব্যতীত তিনি ইসলামপুরে তেমন একটা আসেননি। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেননি। এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে আঁতাত করে চলেন, যার ফলে তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

​বক্তারা অবিলম্বে সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায়, তাঁরা কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন।

​বিক্ষোভ ও কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ নভেম্বরও তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৫   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে অনলাইন প্রতারণা প্রতিরোধে মতবিনিময় সভা
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সঠিক পুষ্টিমান উন্নয়নে সবাইকে সচেতন হতে হবে : দিনাজপুরের সিভিল সার্জন
ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ প্রধান উপদেষ্টার
ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
এপস্টেইন ফাইলস প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের
তুর্কির সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিট পেল স্পেন
জামালপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন
অবিশ্বাস্য জয়ে তিন দশক পর বিশ্বকাপে স্কটল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ