
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেছেন, সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশুর সুরক্ষা এবং স্বাস্থ্যরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশু’র সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় অংশগ্রহণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
আজ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দিনাজপুর শহরে বালুবাড়ী পল্লীশ্রী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সিভিল সার্জন আসিফ ফেরদৌস বলেন, একজন মা পারেন একটি শিশুকে সঠিকভাবে লালন-পালন ও পরিচর্যার মাধ্যমে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে। এ জন্য মাদের উন্নত স্বাস্থ্যসেবা ও পুষ্টির চাহিদা পূরণ করা প্রয়োজন। প্রত্যেক দম্পতির উভয়ের সিদ্ধান্তে সন্তান নিতে হবে। এ ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা প্রদান করতে হবে।
কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিমান উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন, রাজশাহীর টেকনিক্যাল স্পেশালিস্ট হান্না হোড় সিমু। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী, শিশির রোজারিও, ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, স্থানীয় সরকার, ইউএনডিসি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ৫০ জন উপকারভোগী মা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৪০:২০ ৫ বার পঠিত