
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মিলেনিয়াম উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত পাহাড়ি সম্প্রদায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়াদুদ ভুইয়া বলেন, পাহাড়ি-বাঙালি ভেদাভেদ না করে সবাই আমাকে মানুষ হিসেবে দেখবেন। ২০০১ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এ অঞ্চলের সর্বোচ্চ উন্নয়ন করেছি। সামনে সুযোগ পেলে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো, যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দুঃশাসন দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। যারা অপরাধী, তাদের বিচার হচ্ছে এবং হবে। শেখ হাসিনার ফাঁসির রায়ও ঘোষণা হয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে বা বিভিন্ন কারণে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে যারা কোনো অন্যায় করেননি আসুন আমরা আপনারা একসঙ্গে বাংলাদেশটা গড়ি। সুন্দর খাগড়াছড়ি গড়ে তুলি।
এ সময় তিনি ভোটারদের সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে কিছু ছোট ধর্মীয় রাজনৈতিক দল মাঠে নেমেছে। এদের বিশ্বাস করা যাবে না। এরা ধর্মের ব্যবসা করে, মিথ্যুক, প্রতারক ওদের থেকে সাবধান থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি ক্ষেত্র মোহন রওয়াজা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ত্রিপুরা, চাকমা, মারমা সম্প্রদায়ের কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৪ ৪ বার পঠিত