রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

এবার ঘরের মাঠে নটিংহ্যামের কাছে বিধ্বস্ত লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » এবার ঘরের মাঠে নটিংহ্যামের কাছে বিধ্বস্ত লিভারপুল
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



এবার ঘরের মাঠে নটিংহ্যামের কাছে বিধ্বস্ত লিভারপুল

দীর্ঘ আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগের প্রথম দিনে আবারও হতাশার হার দেখল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারের পর এবার নিজেদের মাঠ অ্যানফিল্ডেই নটিংহাম ফরেস্টের কাছে একই ব্যবধানে (৩-০) বিধ্বস্ত হয়েছে আর্নে স্লটের দল। টানা পাঁচ জয়ে লিগ শুরু করা লিভারপুল এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেছে।

গত বছর সেপ্টেম্বরেই অ্যানফিল্ডে ইতিহাস গড়েছিল নটিংহ্যাম ফরেস্ট। তারা ১৯৬৯ সালের পর এই মাঠে প্রথমবার লিভারপুলকে হারিয়েছিল। চ্যাম্পিয়ন হওয়ার পথে সেই দলের কাছে হতাশাজনক হারের ঠিক এক বছর দুই মাস পর, ঘরের মাঠে আবারও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের হারাল অপেক্ষাকৃত দুর্বল নটিংহ্যাম।

এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ষষ্ঠ হার লিভারপুলের। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমান ম্যাচ খেলে লিগের তৃতীয় জয় তুলে নিয়ে নটিংহাম ফরেস্ট ১২ পয়েন্ট নিয়ে ১৯ থেকে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে।

পুরো ম্যাচে বল দখলে লিভারপুল স্পষ্ট আধিপত্য বিস্তার করে খেলেছিল, ৭৪ শতাংশের বেশি সময় বল পায়ে রেখে তারা ২০ শট নিয়েছিল। তবে মাত্র চারটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে, নটিংহাম ১৩টি শট নিয়েছিল, যার মধ্যে লক্ষ্যে নেওয়া সাতটির মধ্যে তিনটিই কাজে লাগিয়ে দুর্দান্ত জয় নিশ্চিত করে।

অ্যানফিল্ডে শুরু থেকেই নটিংহ্যাম রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের (পাল্টা আক্রমণ) কৌশল নিয়েছিল এবং এর সুফল তারা হাতেনাতে পেয়েছে।

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল করে নটিংহ্যামকে ১-০ গোলে এগিয়ে দেন মুরিলো। বিরতির ঠিক পর পরই ৪৬ মিনিটে ব্যবধান ২-০ করেন নিকোলো সাভোনা। দ্বিতীয়ার্ধে লিভারপুল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উল্টো ৭৮ মিনিটে আরও একটি গোল হজম করে। বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন মর্গান গিবস-হোয়াইট।

বাংলাদেশ সময়: ১৩:৪১:০৭   ৮ বার পঠিত