পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু

প্রথম পাতা » চট্টগ্রাম » পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিগত ৫৪ বছরে রাষ্ট্রকে সঠিকভাবে তৈরি করা যায়নি। বিভাজন আর প্রতিহিংসার রাজনীতি হয়েছে। জনগণের কাছে মতাদর্শের চেয়ে বড় বিষয় তার সমস্যার সমাধান করা।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে সেই নতুন রাজনীতির কথা বলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার পরিবর্তনের যে সুযোগ এসেছে, আসুন সবাই মিলে সেই সুযোগ কাজে লাগাই।

আজ রোববার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে সাংবাদিক সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে প্রার্থীতার ঘোষণা দিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমি নির্বাচিত হলে ঘাটলায় বসে বিচার করবো না, প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবো না। জনগণের জন্য যা সরকারি বরাদ্দ আসে তা আমরা জনগণকে জানিয়ে দেবো। মসজিদ বা মন্দিরের জন্য কিছু আসলে তা তাদের জানাবো। আমরা স্থানীয় বিদ্যালয় বা কোনো নির্বাচনে হস্তক্ষেপ করবো না। আমার দলের লোকের জন্য হস্তক্ষেপ করবো না। এ কমিটমেন্টগুলো ফেনীবাসীকে দিচ্ছি। নির্বাচিত হলে আমার যে সুযোগ তা ফেনীর মানুষের জন্য কাজে লাগাবো।

তিনি বলেন , আমাদের সুযোগ ছিল বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করার। ফেনীতে কিছু নেতা রয়েছেন যাদের অবদান ছোট করে দেখার সুযোগ নেই। আমি জোট করে এমপি নির্বাচিত হওয়ার পর আমার ওপর তাদের প্রভাব খাটানো অস্বাভাবিক কিছু না। তাই আমি সেই পথে যাইনি।

তিনি আরও বলেন, এরপরও সবাই যদি এক হয় তাহলে আপত্তি নেই। কিন্তু কারো মনে কষ্ট দিয়ে বিএনপির সঙ্গে জোট করতে চাই না। ধানের শীষ, দাঁড়িপাল্লার বাইরেও অনেক ভোটার রয়েছে, যাদের মুক্ত চিন্তা করার সুযোগ আছে, আমি তাদের সমর্থন চাইবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টি প্রধান বলেন, আগামী কিছু দিনের মধ্যে নতুন একটা জোটের খবর পেতে পারেন। সেই জোট নিয়ে আমরা আপনাদের কাছে আসবো। জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে আমরা নতুন করে জোট করতে যাচ্ছি। সেখানে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন দল এনসিপিও থাকবে। আমরা আনুষ্ঠানিকভাবে হয়তো ২৫ তারিখে ঘোষণা করবো। এটা রাজনৈতিক জোট হবে। ভোটের বা নির্বাচনের জোট না। নির্বাচনের জোট কিভাবে হবে বা কার সঙ্গে হবে তা আরও পরে।

পরে প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময় অনেক পরিবর্তন এসেছে। আমরা এখন কথা বলতে পারছি, সভা সমাবেশ করতে কারো অনুমতি নিতে হচ্ছে না। সরকার প্রধানেরও সমালোচনা করা যায়, সমালোচনার অভিযোগে এখন আর কাউকে আগের মত ধরে নেয়া হচ্ছে না।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, পুরাতনের রাজনীতি শেষ। আমাদের দলগুলো এখনো পুরাতন নিয়ে পড়ে আছে। নতুনরা নতুন কিছু চায়। নতুনরা পুরাতনের পরিবর্তন চায়। আমরা নতুন কিছু নিয়ে তাদের কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলোকেও নতুন কিছু নিয়ে আসার অনুরোধ করবো।

তিনি ফেনীতে সেনানিবাস অথবা সেনা ছাউনি স্থাপন, মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ফেনী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ফেনী বাসীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ ও সদস্য সচিব ফজলুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৯   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এ্যানি
পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু
দলের মজলুম অবস্থায় মুখপাত্রের মতো কাজ করেছি: রুমিন ফারহানা
ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে: ধর্ম উপদেষ্টা
ভূমিকম্প নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা
সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নতুন বাংলাদেশ গঠনে রাঙ্গামাটিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সভা
পাহাড়ের সব সম্প্রদায়ের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : ওয়াদুদ ভুইয়া
৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অনাড়ম্বর অনুষ্ঠান নিয়ে অসন্তোষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ