সিউলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিউলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



সিউলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করল বাংলাদেশ দূতাবাস

দক্ষিণ কোরিয়ার সিউলে যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৫’ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব, জাতি গঠনে ভূমিকা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান তুলে ধরা হয়।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৫’ উপলক্ষ্যে গত ২১ নভেম্বর স্থানীয় এক হোটেলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং দেশটিতে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে উপস্থিত ছিলেন।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল এবং প্রতিরক্ষা অ্যাটাশে এয়ার কমোডর এ টি এম হাবিবুর রহমান অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রদর্শিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র।

প্রতিরক্ষা অ্যাটাশে হাবিবুর রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে জাতিগঠন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাহিনীর অবদানও তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশের স্বাধীনতা এবং গত ৫৪ বছর ধরে বিশ্ব শান্তি রক্ষায় আত্ম-উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বাংলাদেশের শান্তি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিকতার মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সুনাম অর্জনের বিষয়টি তুলে ধরেন।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন।

দিবসটিকে স্মরণীয় করে রাখতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এরপর বাংলাদেশ ও কোরিয়ার ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে একটি বুফে পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০২:২৫   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম
স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের
ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন: মৎস্য উপদেষ্টা
ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ