রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ক্ষমতার সিঁড়ি হিসেবে আলেমদের ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না: চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতার সিঁড়ি হিসেবে আলেমদের ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না: চরমোনাই পীর
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



ক্ষমতার সিঁড়ি হিসেবে আলেমদের ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না: চরমোনাই পীর

ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। অতীতে বারবার উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে অনেকে স্বার্থ হাসিল করেছেন। উলামায়ে কেরামকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। সেই সুযোগ আর কেউ যেনো নিতে না পারে সেই বিষয়ে সন্মানিত উলামায়ে কেরামকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

আজ রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আমিরে চরমোনাই বলেন, অতীতে উলামায়ে কেরামকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। খুন-গুম-মামলা-মোকাদ্দামার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। বর্তমানে ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইমাম-খতিবদের দাবি সম্পর্কে বলেন, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে আপনাদের খাদেম হিসেবে আপনাদের দাবি-দাওয়া পূরণ করা হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৯   ৫ বার পঠিত