সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকাসহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে মাসুদুজ্জামানে পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন স্থানীয় নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, কৃষকদল নেতা ফারুক হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৭   ৮ বার পঠিত