মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ বরিশাল।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ স্লোগানে সমাবেশটি করা হয়।

এতে বক্তারা বলেন, নারীর প্রতি সকল প্রকার অন্যায়, নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এখনো নারীরা নিরাপদ নয়। নারীদের বিভিন্নভাবে নির্যাতন নিপিড়ন করা হচ্ছে। ডিজিটাল ভাবে নারীদের প্রতি যে নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। এতে বক্তব্য দেন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিত দত্ত, উন্নয়ন সংগঠক হাসিনা বেগম নিলা, আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাত। এ সময় বিভিন্ন নারী সংগঠন, উন্নয়ন সংগঠন, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৮   ২৭ বার পঠিত