জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের

বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে আজ ফ্রান্সের রাষ্ট্রদূত এ কথা বলেন।

বৈঠকে, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) সমর্থিত বিভিন্ন পরিবেশ ও পানি সম্পর্কিত প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে জলবায়ু কর্মসূচিতে ফ্রান্সের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু বাস্তবায়নে বাজেট সহায়তাসহ বিভিন্ন খাতে ফ্রান্স বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান সরকারিভাবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ছাড়পত্র প্রয়োজন-এমন প্রকল্পগুলোর একটি স্পষ্ট তালিকা প্রদান ও সময়মতো কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি দ্রুত অনুমোদনের অপেক্ষায় থাকা নথিপত্র চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এসব উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি ব্যক্ত করেন।

উভয় পক্ষই প্রশাসনিক জটিলতা দূর করে জলবায়ু প্রশমন ও অভিযোজন অগ্রাধিকারগুলোকে ত্বরান্বিত করতে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, যুগ্ম-সচিব লুবনা ইয়াসমিন এবং ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২:১৫:৪২   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির
ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আঘাত করতে পারবে না: ডিসি
ডেভিডের অভাব আমরা ২১ বছর হাড়ে হাড়ে টের পেয়েছি: মাসুদুজ্জামান
জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের
প্রাথমিক শিক্ষার উন্নয়নে গবেষণা বৃদ্ধির আহ্বান গণশিক্ষা উপদেষ্টার
নিরাপদ সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে - সমাজকল্যাণ উপদেষ্টা
ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহায়তা চান ফয়েজ আহমদ তৈয়্যব
ইসলামপুরে জমে উঠেছে শীতের পিঠার ভ্রাম্যমান দোকানে রমরমা ব্যবসা
ভূমিসেবায় অবদান, পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী
নির্বাচন ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ