নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : শামা ওবায়েদ
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী সরকারের আমলে আলেম-ওলামাসহ কোনো দলের লোকই শান্তিতে থাকতে পারেনি। ১৭ বছর জেল-জুলুম-অত্যাচারের পর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। তাই এখন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির আয়োজিত সংসদ নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। কেউ অকারণে নির্যাতনের শিকার হবে না, সে যেই দলেরই হোক। সবার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
এটাই বিএনপির অঙ্গীকার। তাই আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।

নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, মঞ্চে সবাই ভাষণ দিতে চায়। এখন ভাষণ দেওয়ার টাইম নেই, এখন কাজ করার সময়।
আপনি মঞ্চে বড় বড় ভাষণ দিলেন এবং সব ভোট ধানের শীষে দিয়ে দিলেন। কিন্তু আপনার কেন্দ্রে যদি ধানের শীষের বিজয় করাতে না পারেন, তাহলে আপনি নেতা বা কর্মী কোনোটাই হওয়ার যোগ্যতা রাখেন না। সুতরাং এখন আমরা কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করি।

সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৮   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান
বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে: প্রধান উপদেষ্টা
মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে : ইসি সচিব
নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : শামা ওবায়েদ
শেখ হাসিনাকে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়েছে : মামুনুল হক
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ