বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে: প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে: প্রধান উপদেষ্টা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে: প্রধান উপদেষ্টা

গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতিতে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা ও সহযোগিতা বিস্তারের জন্য উপযুক্ত সময় এটি। দুই দেশের অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরাসি রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিস্তারিত তুলে ধরা হয়।

চলতি মাসের শুরুতে দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রদূত সেরে-শারলে ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক বাস করেন, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ।

“ইন্দো-প্যাসিফিক এমন একটি উন্মুক্ত ও অবাধ চলাচল সমৃদ্ধ অঞ্চল, যেখানে বাংলাদেশসহ এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের বিস্তৃত সম্ভাবনা রয়েছে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য’ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সেরে-শারলে। তিনি বলেন, “কঠিন পরিস্থিতিতেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ ফ্রান্সের অভিজ্ঞতা থেকে সহায়তা নিতে পারে।”

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে বাংলাদেশকে ফ্রান্স সহযোগিতা বাড়াতে আগ্রহী।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহযোগিতা বাড়ানোর অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, “এই উত্তরণ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফ্রান্সের অঙ্গীকারকে স্বাগত জানিয়ে দেশটিকে একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি ফ্রান্সের রাষ্ট্রদূতকে আগামী সসদ নির্বাচন প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “একটি ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।”

গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু কার্যক্রম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন- এই অগ্রাধিকারগুলোর প্রতি ফ্রান্সের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান
বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে: প্রধান উপদেষ্টা
মেগাপ্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে গুরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে : ইসি সচিব
নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে : শামা ওবায়েদ
শেখ হাসিনাকে জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়েছে : মামুনুল হক
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ