বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে সরিষাবাড়ী কলেজ মাঠে এই উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, যিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সফল খামারি রুহুল আমিন সেলিম, মিনহাজ উদ্দিন এবং নারী উদ্যোক্তা জুলেখা বেগম। উদ্বোধনী আলোচনা সভাটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. সুলতান আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে সমবেত হয়। পরে অতিথিরা প্রদর্শনীস্থলে যান এবং সেখানে স্থাপিত ৩০টি স্টল ঘুরে দেখেন ও আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণীর পাশাপাশি খামার সংশ্লিষ্ট প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হয়।

প্রদর্শনীর স্টলগুলোতে বিভিন্ন প্রকার দেশীয় ও উন্নত জাতের প্রাণী স্থান পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, হাঁস-মুরগি, গরু-ছাগল ,ভেড়া কবুতর উট বিভিন্ন খামার সংশ্লিষ্ট প্রযুক্তি ও পণ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, খামারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৯:০৫   ২ বার পঠিত