সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজউক ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) সহ বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল এসব ভবন পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনটি হেলে পড়া ভবনসহ মোট ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং প্রতিটি ভবনে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ভবনের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য।

আইআইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না থাকায় সয়েল সেটেলমেন্টের কারণে টল্টিং হয়েছে। তবে ভেতরের স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। ভবনগুলো নির্মাণের সময় গভীর পাইলিং করা হয়নি, যার ফলে দুর্বল অংশ হেলে পড়েছে।

রাজউক নারায়ণগঞ্জ জোন-৮-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, “পরিদর্শনে দেখা গেছে তিনটি ভবন পাশের তিনটি ভবনের উপর হেলে পড়েছে। তাই মোট ছয়টি ভবন ঝুঁকিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বিবেচিত হবে না, এই ভবনগুলো ব্যবহার করা যাবে না।”

তিনি আরও জানান, মালিক ও বাসিন্দারা ইতোমধ্যে অনেক ভবন খালি করতে শুরু করেছেন। ভবনগুলো খালি হওয়ার পর পুনঃপরীক্ষা ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:২৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
না ফেরার দেশে চাঁদপুরের বরেণ্য সংগীত শিক্ষা গুরু স্বপন সেনগুপ্ত
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু
জামালপুরে দানকৃত স্কুলের জমি সাব-কবলায় বিক্রি ! প্রাপ্যতা নিয়ে মামলা
বন্দরে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ
ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা
সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু হবে শুক্রবার
ব্যাংকের সব অসুখ প্রকাশ্যে আসছে: ড. দেবপ্রিয়
বিদায়ী পুলিশ সুপার জসীম উদ্দিনকে সংবর্ধনা
সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ