ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসির
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান।

শুক্রবার (২৮ নভেম্বর) ডিএসসিসির ধানমন্ডির ১৫নং ওয়ার্ড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কাজের সঙ্গে নগরবাসীর সম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি অঞ্চলের নিজস্ব প্রত্যাশা, চাহিদা ও পরামর্শ সম্পর্কে আমরা জানতে পারি। সে অনুযায়ী পরিকল্পনা করে ফলপ্রসূ কাজ করতে পারি। তাই জনসম্পৃক্ত কাজে সবাইকে সম্পৃক্ত হতে হবে। সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন, মশা ও দূষণমুক্ত নগর গড়ার প্রত্যাশা করে প্রশাসক বাসাবাড়ি, দোকান, বিপণি-বিতানের ময়লাগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

এ দিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বসতবাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা ওপর গুরুত্বারোপ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক আজ ডিএসসিসির ১৫নং ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের নয় শতাধিক পরিচ্ছন্নতা ও মশক কর্মী এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়।

এ ছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সংগঠন ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির অংশগ্রহণে জনসচেতনতামূলক র‍্যালি এবং লিফলেট বিতরণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৩   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
গড় হিসাবের আড়ালে গরিব মানুষের পুষ্টি চিত্র হারিয়ে যায় : মৎস্য উপদেষ্টা
বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের
‘ডিমলাইট’ এ নতুন রূপে মোশাররফ করিম
ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল
জনসেবা যাদের পেশা, তাদের হাতেই জামায়াতের পতাকা দেওয়া হয়েছে : আমির
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসির
ইতিহাসের এই দিনে
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ জানিয়ে দোয়া চাইলেন ফখরুল
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ