ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনবিপি) সবশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওহাব শুক্রবার রাতে বলেছেন, ‘আজ রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও ৯০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ এর আগে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২৩ জন বলা হয়েছিল।

এছাড়া উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন মারা গেছেন বলে সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।

বিএনবিপি ইউটিউব চ্যানেলে প্রচারিত এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির এক মুখপাত্র বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত আমরা ১১৬ জনের মৃত্যু তথ্য নিশ্চিত করছি। এছাড়া এখনও ৪২ জনের নিখোঁজ থাকার খবর পেয়েছি। প্রতিকূলআবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, স্থল ও আকাশ পথে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারি বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছেন। এছাড়া আরও ১৩০ জন নিখোঁজ রয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাতে শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।

গত শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ঘূর্ণিঝড় ডিটওয়াহ শ্রীলঙ্কা থেকে সরে এসে উত্তরে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এর আগে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১৯   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
ইরানে মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র, ইসরাইল আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: স্পিকারের হুঁশিয়ারি
গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস: বাসেম নাঈম
ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০
ভেনেজুয়েলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি
আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রীসহ আটক ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ