জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেল ও দুই সহযোগী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেল ও দুই সহযোগী গ্রেপ্তার
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



জেনেভা ক্যাম্পের মাদক কারবারি বুনিয়া সোহেল ও দুই সহযোগী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে তার সহযোগী নয়ন (৩০) ও রাব্বি (২৮)-কে দুটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

রোববার (৩০ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় স্থানীয় প্রতিপক্ষ গ্রুপ বুনিয়া সোহেলকে গণপিটুনি দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা আর্মি ক্যাম্প থেকে তিনটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এর কিছুক্ষণ পরই সোহরাওয়ার্দী হাসপাতাল ও আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সোহেলের দুই সহযোগী নয়ন ও রাব্বিকে। টহল দলের নজরে এলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছয়টি টহল দল অভিযান চালায়। এ সময় ৭.৬৫ মিমি দুইটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী এই কর্মকর্তা আরও জানান, বুনিয়া সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮-৪০টি মামলা রয়েছে। তার গ্যাং গত এক বছরে অন্তত ৭-৮টি হত্যাকাণ্ডে জড়িত। গতকালের হামলার পর তার সহযোগীরা প্রতিশোধ নিতে অস্ত্র সংগ্রহ করেছিল। সময়মতো আটক করতে না পারলে আরও বড় ধরনের রক্তপাত ঘটতে পারতো।

তিনি জানান, অভিযান শেষে হাসপাতালে পুলিশ প্রহরায় থাকা অবস্থায় বুনিয়া সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়। দুই সহযোগীসহ উদ্ধার করা অস্ত্র মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৯   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অনুদান ও ঢেউটিন প্রদান
রূপগঞ্জের মানুষ আমরা অভাগা: দিপু ভূঁইয়া
দেশের প্রাণিকুলের বিদ্যমান রেড লিস্ট হালনাগাদকরণে বনবিভাগের সাথে আইইউসিএন, বাংলাদেশের চুক্তি স্বাক্ষর
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত
গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে: জেলা প্রশাসক
পোস্টাল ব্যালটের ডিজাইনদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপির
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ