সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু হাজার ছাড়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু হাজার ছাড়াল
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু হাজার ছাড়াল

দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সোমবার (১ ডিসেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহজুড়ে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার মধ্যেই কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আল জারিরার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের পর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে ও শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ১ হাজার ১৪ জনের জনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দেশগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ তৎপরতা পাঠানোর চেষ্টা চলছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সোমবার উত্তর সুমাত্রায় তিনি বলেন,‘ক্ষতিগ্রস্ত এলাকায় কীভাবে দ্রুত প্রয়োজনীয় সাহায্য পাঠানো যায়’ এটাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি বিচ্ছিন্ন গ্রাম রয়েছে যেগুলোতে, আল্লাহ ইচ্ছা করলে আমরা সেখানে পৌঁছাতে পারব। সরকার ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য হেলিকপ্টার এবং বিমান মোতায়েন করছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, বন্যা ও ভূমিধস মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেও ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৫০২ জন মারা গেছেন। এছাড়া এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৩৩৪ জন মারা গেছে। রোববার দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বন্যা ও ভূমিধসে আটকে পড়াদের উদ্ধারের জন্য শ্রীলঙ্কার সরকার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়ে দুর্যোগ মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহ দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৭৬ জনে দাঁড়িয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করছে। তবে বন্যার প্রভাব মোকাবিলায় সরকারের উদ্যোগ নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা বাড়ছে।

অন্যদিকে থাইল্যান্ডের প্রতিবেশী মালয়েশিয়ার পার্লিস রাজ্যে ভারীবর্ষণে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫৭   ৫ বার পঠিত