হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া

প্রথম পাতা » খেলাধুলা » হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া

লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু গত দুই ম্যাচের মতো আবারও জিরোনার মাঠে ড্র করেছে শীর্ষস্থানীয় দলটি। রবিবার(৩০ নভেম্বর) রাতে আক্রমণে সম্পূর্ণ আধিপত্য থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় ১-১ সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে জাবি আলোনসোর শিষ্যদের।

খেলায় শুরু থেকেই বল পায়ে নিয়ন্ত্রণ রাখা লস ব্লাঙ্কোসরা ৬০ শতাংশ বলের দখল ও ২৫ শট নিলেও মাত্র ৪টি শটই লক্ষ্যে রাখতে পারছিল। বিপরীতে, নিচের দিকের জিরোনা ১০ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিটে জিরোনার অ্যাজেডিন ঔনাহি বলজালে বল রেখে এগিয়ে দেন তাদের।

রিয়ালের পক্ষে সমতার গোল আসে ৫৭ মিনিটে, যখন কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করেন। তবে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এমবাপের এই গোল চলতি লা লিগায় তার ১৪তম, যা সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।

শেষ পর্যন্ত গোলশূন্য দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা না পাওয়ায় রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে ড্র নিয়ে। এতে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১ পয়েন্ট কম। অন্যদিকে, জিরোনা ১২ পয়েন্ট নিয়ে রিলিগেশন জোনে ১৮তম অবস্থানে রয়েছে।

রিয়াল কোচ জাবি আলোনসোর পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামানো শিষ্যরা একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, যা শীর্ষস্থান দখলের স্বপ্নকে কিছুটা পিছিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:২২   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা
ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো
ভারতকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
ব্রাজিল ফ্যান জামালের চাওয়া, ডেনমার্ক জিতুক বিশ্বকাপ
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ