![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে শোকজ নয় বরং তার প্রার্থীতা বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি কনভেনশন হলে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি হুঁশিয়ারি দেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘এবার কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তাকে আর শোকজ করা হবে না। সরাসরি তার প্রার্থীতা বাতিল করা হবে। আচরণ বিধি লঙ্ঘনকারী কাউকে ছাড় দেয়া হবে না।’
তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে তারা তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। নির্বাচনে ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিকভাবে তৎপর থাকবেন। যে কোনো পরিস্থিতিতে জেল, জরিমানা যা যা করা দরকার তাই করা হবে।’
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের সময় কোথাও কোনো প্রার্থীর পোস্টার রাখা হবে না। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোরভাবে তৎপর থাকবে। প্রার্থীদের সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে যা যা করা দরকার সব করা হবে। আমরা আশা করছি এবার সর্বোত্তম একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও উপ সচিব মো. মোস্তফা হাসানসহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫:৫০:৪৮ ৫ বার পঠিত