জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আজহারুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আজহারুল ইসলাম
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে কেউ কেউ হামলা শুরু করেছে। কিন্তু হামলা করে জামায়াতকে দমানো যাবে না।’

ফরিদপুর জেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে অম্বিকা ময়দানে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই, দশ নেতাকে আমরা হারিয়েছি। কেউ ভোট চুরি করতে এলে জীবন দিয়ে হলেও প্রতিরোধ করতে হবে, আমরা জীবন বাজি রেখে এখানে এসেছি।’

আগামী নির্বাচনে যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যারা ব্যালট ছিনতাই ও ভোট দিতে বাধা সৃষ্টি করতে আসবে, তাদেরও দুই হাত, আপনাদেরও দুই হাত, তারা যেন দুই হাত নিয়ে আর ফিরে যেতে না পারে।’

আজহারুল ইসলাম বলেন, ‘দেশের সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের।
যারা এত দিন ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। এত দিন ক্ষমতাশীলরা দুর্নীতির মাধ্যমে দেশকে গরিব করে রেখেছে। আমাদের সামনে এখন পরিবর্তনের সময় এসেছে। আমাদের দল ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরো বলেন, ‘মানবসৃষ্ট আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষের বানানো আইনে সমাজে কেবল কিছু মানুষ সুবিধা পায়, সাধারণ মানুষের মধ্যে শান্তি আসে না। আমরা ক্ষমতায় গেলে দেশে আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করব।’

নির্বাচন সম্পর্কে আজহারুল ইসলাম বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এবার আদর্শ পরিবর্তনের নির্বাচন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন, আধিপত্যবাদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। সেই লক্ষ্যেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই। ফরিদপুর ৪টি আসনে আমাদের চারজন প্রার্থী রয়েছেন। শহীদদের রক্তের বদলা নিতে হলে এ চারজন প্রার্থীকে আপনাদের বিজয়ী করাতে হবে।’

নারীদের উদ্দেশ করে আজহারুল ইসলাম বলেন, ‘একটি সচেতন মহলকে দেখা যায়, নারীদের নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। আমরা নাকি নারীদের ঘর থেকে বের হতে দেব না, চাকরি করতে দেব না। এগুলো মিথ্যা কথা। কারণ জামায়াতের আমির ডা. শফিকুল ইসলামের স্ত্রী একজন ডাক্তার। তিনি একটি হাসপাতাল পরিচালনা করছেন, সেখানে নারী-পুরুষ সবাই কাজ করছেন। নারীরা শালীনভাবে চলাফেরা করবেন এই কথাগুলোই আমরা বলি।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা নিজেদের কথায় কথায় দেশের পক্ষে শক্তি ও স্বাধীনতার শক্তি বলে, তারা এখন কোথায়? তারা দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তারা শুধু নিজেদের কর্মীদের ফেলে যায়নি, দেশের ১৮ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে গেছেন।’

আজহারুল বলেন, ‘জামায়াতের নেতারা ফাঁসির সামনে থেকেও দেশ ছেড়ে পালাননি। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘জাতীয় নির্বাচনের একই দিনে ভোট ও গণভোটের আয়োজন করতে দেওয়া হবে না। এতে জনগণ বিভ্রান্তিতে পড়বে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে।’

গণসমাবেশে ফরিদপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দোলোয়ার হোসাইন, অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা মো. সোহরাব হোসাইন, ফরিদপুর-৩ আসনের প্রার্থী প্রফেসর আবদুল তাওয়াব ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ আহম্মদ ও জেলা সেক্রেটারি আব্দুল ওহাব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২২:৩৭   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
আল্লাহ কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়াকে সুস্থ করে দেবেন : প্রিন্স
পোশাক সোর্সিং আরও বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে পোলিশ জায়ান্ট
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আজহারুল ইসলাম
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দেবে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে : সালাহউদ্দিন আহমদ
নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এনআইসিভিডিতে কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ