![]()
চার বছর পরপর বিশ্বকাপের ড্র ফুটবল দুনিয়ায় বড় উত্তেজনার ইভেন্ট। কারণ এখানেই ঠিক হয় কোন দল কোন গ্রুপে পড়বে, কাদের বিপক্ষে কেমন পথ পাড়ি দিতে হবে। এবারও তার ব্যতিক্রম নয়।
ড্র কবে ও কোথায় হবে
বিজ্ঞাপন
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় রাত ১১টা। স্থান- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস।
২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের মেগা আয়োজন
রেকর্ড ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এ কারণে ড্রতে এবার যুক্ত হয়েছে কিছু নতুন নিয়ম।
ড্র কীভাবে হবে
বিজ্ঞাপন
ড্রয়ে থাকবে ৪টি পট, প্রতিটিতে ১২টি দল করে মোট ৪৮ দল।
পট–১ থেকে শুরু করে প্রতিটি পট থেকে একটি করে দল তুলে ‘এ’ থেকে ‘এল’ মোট ১২টি গ্রুপে বসানো হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি দল।
কোন দল কোন পটে
পট–১ (শীর্ষ বাছাই + ৩ স্বাগতিক): কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।
পট–২ ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট–৩ নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা।
পট–৪ জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে–অফ বিজয়ী (এ, বি, সি, ডি), আন্তঃমহাদেশীয় প্লে–অফ বিজয়ী (১ ও ২)।
অতিরিক্ত নিয়ম
একই কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না ইউরোপ ছাড়া। ইউরোপীয় দল বেশি হওয়ায় প্রতি গ্রুপে সর্বোচ্চ দু’টি ইউরোপীয় দল থাকতে পারবে।
তিন স্বাগতিক দেশের গ্রুপ আগেই ঠিক করা হয়েছে—
মেক্সিকো: গ্রুপ ‘এ’
কানাডা: গ্রুপ ‘বি’
যুক্তরাষ্ট্র: গ্রুপ ‘ডি’
শীর্ষ দলগুলোর সুবিধা
স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। যদি তারা সবাই গ্রুপ সেরা হয়, তবে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
এখনও বাকি ছয় দল
২৭ মার্চের প্লে–অফ শেষে বাকি ৬টি দল চূড়ান্ত হবে। এখন পর্যন্ত ৪২টি দল মূলপর্ব নিশ্চিত করেছে।
ইরানের বয়কট
যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদের ভিসা না দেওয়ায় ইরান বিশ্বকাপ ড্র বয়কট করেছে। বিষয়টি নিয়ে তারা ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।
ড্র দেখবেন যেভাবে
ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে FIFA.com, ফিফার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং ফিফার মিডিয়া পার্টনারদের মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৬:২৭:০৩ ৬ বার পঠিত