নারায়ণগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

নারায়ণগঞ্জে ভোরে ও রাতের বেলা জেঁকে বসেছে শীত। এতে খেটে খাওয়া ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। আর এসব মানুষের কথা বিবেচনা করেই জেলার শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিনি সদর উপজেলার চাষাড়া রেল স্টেশন ও বন্দরঘাট এলাকার শীতার্ত, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় তিনি এ উদ্যোগকে অব্যাহত রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সচেষ্ট থাকার আশ্বাস দেন।শীতবস্ত্র পেয়ে অসহায় ও হতদরিদ্র মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,সরকার ও জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় আমরা যখন কাহিল,এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকারে লাগবে। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।রাতের বেলা আমাদের অনেক কষ্ট হচ্ছিল শীতের কারণে।

জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্য সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এই কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন,শীত চলে আসায় শীতার্ত মানুষের জীবন দুবির্ষহ হয়ে উঠেছে।তাই জেলা প্রশাসনের উদ্যোগে গরম বস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যাক্রমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র সকলের কাছে শীত বস্ত্র নিবারণে কম্বল পৌঁছে দেয়া হবে।যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।

এ সময় জেলা প্রশাসক রায়হান কবির সরকারী উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকান্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন,নেজারত ডেপুটি কালেক্টর মো: তারিকুল ইসলাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৯   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়-বন্যা: বাংলাদেশ থেকে ১০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে
নারায়ণগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
৮ কুকুরছানা পুকুরে ফেলে হত্যার দায়ে সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ
৮ কুকুরছানা হত্যা: সর্বোচ্চ শাস্তি দাবি তারকাদের
আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস
আমরা নির্বাচনের জোয়ারে আছি, শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব
দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ : সালাউদ্দিন আহমদ
আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে : জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ