
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের ভোটের চরিত্র পাল্টাতে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া জরুরি। তিনি প্রশ্ন তুলেছেন, “গণভোট হলে ক্ষতিটা কী?”
আজ বুধবার (০৩ ডিসেম্বর) রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যখন রাজনৈতিক দলগুলো ঝগড়া মিটাইতে না পারে, তখন একটি নিয়ম আছে যে, জনগণের হাতে ছেড়ে দিতে হয়। জনগণই ঠিক করে দেবে কোনটি ঠিক।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন:গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, না হওয়াটা খারাপ। একই দিনে যদি গণভোট হয়, তাহলে গণভোটের এ রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে।”তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান।জামায়াতের নায়েবে আমির বলেন, অন্যায়কারী এবং অন্যায় করতে সাহায্যকারী—দুজনের অপরাধ যদি সমান হয়, তবে একটিকে নিষিদ্ধ করলে,
যারা সহযোগিতা করেছে তাদের নিষিদ্ধ করা কী ঠিক হবে না? তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি।তিনি বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, মানুষ ভোট দিতে পারেনি। “২০২৪-এর নির্বাচনে কী হয়েছে বলি, কেউ তো ভোট দিতেও যায় নাই কেউ দাঁড়াইতে ও চায়নি। ভোটকেন্দ্রে মানুষ তো নাই কয়েকটা কুকুর শুয়ে আছে।” এমন নির্বাচন বাংলাদেশে আর চলতে দিতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাচনের আগেই গণভোট, পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের রংপুর বিভাগীয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২২:১১:২৮ ১ বার পঠিত