বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো নিরাপত্তা তল্লাশির সময় ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য প্রস্তুত করা একটি চালান থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল আনুমানিক তিনটা ৫ মিনিটে এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত তল্লাশির সময় মাদকগুলো শনাক্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানিযোগ্য মালামালের ভেতরে চতুর কৌশলে ট্যাবলেটগুলো লুকিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। উদ্ধারের পর প্রাথমিক পরীক্ষায় ট্যাবলেটগুলো মাদকদ্রব্য “ইয়াবা” হিসেবে শনাক্ত হয়।

জানা যায়, ঘটনার পর এভিয়েশন সিকিউরিটি বিভাগ দ্রুত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) বিষয়টি জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিএনসির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে নেয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১২   ৫ বার পঠিত