বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

ফ্রান্সে ধর্মের ভিত্তিতে বৈষম্য বৃদ্ধি পেয়েছে বলে দেশটির অধিকারবিষয়ক ন্যায়পাল দপ্তরের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রতি তিনজন মুসলিমের একজন বলেছেন, তারা এই ধরনের বৈষম্যের শিকার হয়েছেন।

উত্তর আফ্রিকাসহ সাবেক উপনিবেশগুলো থেকে অভিবাসনের ফলে ফ্রান্সে একটি বড় মুসলিম জনগোষ্ঠী গড়ে উঠেছে।

ফরাসি আইনে কোনো ব্যক্তির বর্ণ, জাতিগত পরিচয় বা ধর্মসংক্রান্ত তথ্য সংগ্রহ নিষিদ্ধ, ফলে বৈষম্য নিয়ে বিস্তৃত পরিসংখ্যান তৈরি করা কঠিন।

তবে অধিকারবিষয়ক প্রধান ক্লেয়ার হেদোঁর দপ্তর ফ্রান্সের মোট জনসংখ্যার প্রতিনিধিত্বকারী পাঁচ হাজার মানুষের ওপর ২০২৪ সালে পরিচালিত একটি জরিপের তথ্য উদ্ধৃত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ধর্মের ভিত্তিতে বৈষম্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন সাত শতাংশ উত্তরদাতা, যেখানে ২০১৬ সালে এই হার ছিল মাত্র পাঁচ শতাংশ।

এই হার সবচেয়ে বেশি মুসলিম পরিচয়ধারীদের মধ্যে।

জরিপে দেখা গেছে, মুসলিম বা মুসলিম হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে ৩৪ শতাংশ বলেছেন তারা বৈষম্যের শিকার হয়েছেন।
অন্য ধর্মের ক্ষেত্রে—যেমন ইহুদি ও বৌদ্ধ—এই হার ১৯ শতাংশ, আর খ্রিস্টানদের মধ্যে মাত্র চার শতাংশ।

মুসলিম নারীদের মধ্যে এই হার আরো বেশি—৩৮ শতাংশ, যেখানে মুসলিম পুরুষদের মধ্যে তা ৩১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের বৈষম্য বিশেষ করে মুসলিম নারী, যারা হিজাব পরেন, তাদের সামাজিক বঞ্চনার দিকে ঠেলে দিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘জনসমক্ষে কলঙ্কিত হওয়ার কারণে তাদের কর্মজীবনে নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হয়।

এর মধ্যে থাকতে পারে চাকরি ছাড়তে বাধ্য হওয়া, নিজের যোগ্যতার তুলনায় কম মানের পদে কাজ নিতে বাধ্য হওয়া, কিংবা চাকরি না পেয়ে কমিউনিটিভিত্তিক ব্যবসা বা স্বনিয়োজিত পেশায় ঝুঁকে পড়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কখনো কখনো তাদের খেলাধুলায় অংশ নেওয়াও নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৭   ৫৭ বার পঠিত