গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান

গত ১৬–১৭ বছরে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে দেশের তরুণরা চাকরি, ব্যবসা–বাণিজ্য ও সমাজে অবস্থান গঠনে চরম বৈষম্যের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, একটা বিশাল জনসংখ্যা বাংলাদেশের তরুণরা। গত ১৬-১৭ বছরে আমাদের যারা ১৮ থেকে ৩২ বা ১৮ থেকে ৩০ যে তরুণ প্রজন্ম, এদের যারা ছাত্রলীগ করেনি তাদের চাকরি হয়নি, তাদের ব্যবসা-বাণিজ্য হয়নি, তাদের সামাজিক কোন অবস্থান হয়নি। তাদের জন্য একটা পরিকল্পনা চাই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে প্রথম আলো পত্রিকার সুধী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান।

মাসুদুজ্জামান বলেন, প্রথম আলোর সম্পাদক মতি ভাই কোন দল না করেও সাধারণ জনগণের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয় ‘মতি ভাই’ হয়ে দাঁড়িয়েছেন। যেটা আসলে রাজনীতি না করলে, মাঠ পর্যায়ের রাজনীতি না করলে এই জায়গাটা অর্জন করা সম্ভব হয় না।

ভবানী শঙ্কর রায়ের সঞ্চালনায় সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন,নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এড.আওলাদ হোসেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, ধীমান সাহা জুয়েল, কবি শাহেদ কায়েস ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মঈনুল হক।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫০   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাঠপর্যায়ে পাটবীজ সরবরাহ জোরদারের লক্ষ্যে বাকৃবিতে বিএডিসির বিশেষ কর্মশালা
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু
গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ