দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের মানুষ নামাজ পড়ে, অনেকেই রোজা রেখে তার সুস্থতা কামনা করছেন। দেশের মানুষের স্বার্থেই খালেদা জিয়ার সুস্থতা জরুরি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের অনেক মানুষ কিডনিসহ বিভিন্ন অঙ্গ দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা দেশনেত্রী খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনিই এশিয়া মহাদেশের একমাত্র নেত্রী যার জন্য সবাই দোয়া করছেন। আমরা আশা করি, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। এর প্রতিক্রিয়ায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মওলা, সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, আতোয়ার রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২১:০৩   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন : আলী রীয়াজ
মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে ইসি : মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করে: জাতিসংঘ
ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!
পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই
গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ