দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের মানুষ নামাজ পড়ে, অনেকেই রোজা রেখে তার সুস্থতা কামনা করছেন। দেশের মানুষের স্বার্থেই খালেদা জিয়ার সুস্থতা জরুরি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের অনেক মানুষ কিডনিসহ বিভিন্ন অঙ্গ দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা দেশনেত্রী খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনিই এশিয়া মহাদেশের একমাত্র নেত্রী যার জন্য সবাই দোয়া করছেন। আমরা আশা করি, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। এর প্রতিক্রিয়ায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গঠনে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মওলা, সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, আতোয়ার রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২১:০৩   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাঠপর্যায়ে পাটবীজ সরবরাহ জোরদারের লক্ষ্যে বাকৃবিতে বিএডিসির বিশেষ কর্মশালা
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু
গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ