বেগম জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে: জবি উপাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে: জবি উপাচার্য
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



বেগম জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আজ বাস্তবায়নের অন্তিম মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেগম জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে এসব বলেন তিনি।

উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সফল নেত্রী। তিনি সবার হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয় যতদিন বিদ্যমান থাকবে, আমরা তার প্রতিষ্ঠাতার মর্যাদাকে আমাদের মণিকোঠায় ধারণ করে রাখবো। জাতির জন্য তার যে অবদান, তা অনস্বীকার্য। আমরা আশা করি, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসবেন।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন, এই কামনা করছি।

এ সময় মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৪   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক
আমার জীবন জনগণের সেবা ও দেশের কল্যাণে উৎসর্গ করেছি : ইশরাক
আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান
পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে : সিইসি
রাজশাহীকে হারিয়ে ফাইনালে বিসিবির চট্টগ্রাম রয়্যালস
আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে - শিক্ষা উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে - তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ