রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার রাঙামাটিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে গণসংযোগ কর্মসূচি শুরু হয় রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে। কর্মসূচিটি বনরূপা সমতাঘাট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকার সামনে এসে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা হাতবিলি ও স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিত্তরঞ্জন চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য নার্গিস আক্তার, হালিমা আক্তার, শিবু বড়ুয়া, সুরেশ চাকমা, সাইমুন ইসলাম, পারভিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, গণতন্ত্র রক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার এবং পাহাড়-সমতলের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

গণসংযোগ ও পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জুই চাকমা বলেন,রাঙামাটির মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা, বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পাহাড় ও সমতলের মানুষ সমান অধিকার পাবে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন,এই আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সংসদে পাহাড়ি অঞ্চলের সমস্যা, ভূমির অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য জোর দাবি জানাব। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি বন্ধ করে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের বার্তা পৌঁছে দিন। ভয় নয়, লোভ নয় আমাদের শক্তি হবে জনগণের ভালোবাসা ও সমর্থন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৭   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা
শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট
শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন
দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ