শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

ক্ষেতের আইলই পথ, সরিষাবাড়ী তারাকান্দি উত্তরপাড়ার বাসিন্দাদের চরম ভোগান্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষেতের আইলই পথ, সরিষাবাড়ী তারাকান্দি উত্তরপাড়ার বাসিন্দাদের চরম ভোগান্তি
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



ক্ষেতের আইলই পথ, সরিষাবাড়ী তারাকান্দি উত্তরপাড়ার বাসিন্দাদের চরম ভোগান্তি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় (বিআরএস) নকশায় থাকা একটি রাস্তার অস্তিত্ব এখন কার্যত নেই। দীর্ঘদিন ধরে নকশায় চিহ্নিত সেই রাস্তাটি পরিণত হয়েছে ক্ষেতের আইলে। এর ফলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। দ্রুত এই ভোগান্তির অবসান ঘটাতে সাবেক রাস্তাটি উদ্ধার ও পুনঃনির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​এলাকাবাসী জানান, রাস্তা না থাকায় তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। আবাদি ফসল ঘরে তোলার সময় রাস্তা না থাকায় তাঁদের চরম ভোগান্তি শিকার হতে হয়।

​রাস্তা না থাকার এই সমস্যা শুধু যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা জরুরি সেবা ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয়রা জানান, জরুরি প্রয়োজনে বয়স্ক ও গর্ভবতী মায়েদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া, বৃষ্টি-বাদলের দিনে শিশুদের স্কুলে যাওয়াও কঠিন হয়ে পড়ে।

​অভিভাবকরা আরও অভিযোগ করেন, রাস্তাঘাটের এমন বেহাল দশার কারণে এলাকায় উপযুক্ত মেয়েদের বিয়ে-শাদীর ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে, যা তাঁদের উদ্বেগের কারণ।

​শনিবার (৬ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা জানান, বর্তমানে শুকনো মৌসুম চলায় পর্যাপ্ত মাটি রয়েছে। যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে নকশায় থাকা ফাঁকা রাস্তাটি উদ্ধার করে পুনর্নির্মাণ করা হয়, তবে এলাকার মানুষ বহুলাংশে উপকৃত হবেন।

​এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে সাবেক রাস্তাটি উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান জানান, আমি সদ্য যোগদান করেছি। এব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৫   ২৬ বার পঠিত