![]()
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমি মনে করি তারেক রহমান ও আরাফাত রহমান কোকো শুধু খালেদা জিয়ার সন্তান নয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষ তার সন্তান। আমরা সকলে তার সন্তান। আজ তার জীবন সংকটাপন্ন, তাই সবাই তার জন্য দোয়া করবেন।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত এক দোয়া ও মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের মাটিতে যখনই গণতন্ত্র ব্যাহত ও মানুষের ভোটারাধিকার হরণ করা হয়েছে তখনই বেগম খালেদা জিয়া লড়াই-সংগ্রাম করেছেন। শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যার পর তিনি শুধু বিএনপির নয় সারা দেশের হাল ধরে ছিলেন ‘
তিনি আরো বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে টানা ছয় বছর জেলে খেটেছেন। যে কারণে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন— ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ শরীফ ও নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিনুজ্জামান শাহিনসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩১ ১০ বার পঠিত