
নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খামারে বিষ প্রয়োগ করে হাঁস ও শালিক পাখি হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাই ও চাচির বিরুদ্ধে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামার মালিক নাজমুল হোসেন বাদী হয়ে ঘটনার দিন দুপুরেই চাচাত ভাই শাহীন ও চাচি আকলিমা বেগমকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নাজমুল হোসেন বলেন, “আমরা পরিবারসহ একই বাড়িতে বসবাস করি। আমার পৈতৃক জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু শাহীন ও আকলিমা দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির ব্যবহারে আমাকে বাধা দিচ্ছিল। তারা হুমকি দিচ্ছিল যে, তারা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। স্থানীয়ভাবে আপস করার চেষ্টা করেও ব্যর্থ হই।”
তিনি আরও জানান, “গত শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় প্রতিপক্ষ আমার সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল ও ক্ষতিসাধনের হুমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে তাদের ছেলে ছাইয়ান আমার খামারে বিষ প্রয়োগ করে ৬টি হাঁস ও ২টি শালিক হত্যা করে। এছাড়া অন্যান্য হাঁসও অসুস্থ হয়ে পড়ে। এর ফলে আমার আর্থিক ক্ষতিসাধন হয়।”
পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৭:২২ ২৩ বার পঠিত