
ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক তরুণ ও তরুণীকে তুলে নিয়ে মারধর এবং ছিনতাই করার ঘটনায় এক নারীসহ তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত নয়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটি বালুর মাঠে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ বিশেষ পেশার (সাংবাদিক) কার্ড উদ্ধারসহ ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম নিঝুম ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন শামীমা খানম সোনিয়া (৪০), তৌছিফ আহম্মেদ (২০) ও সিয়াম আহম্মেদ (২০)। তবে এই ঘটনায় সহযোগী সোহাগ (২৫) পালিয়ে যান।
মামলায় বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী তার বান্ধবীকে নিয়ে ভূঁইগড় রূপায়ণ টাউনের সামনে রিকশায় যাচ্ছিল। পথে অভিযুক্তরা পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এরপর কৌশলে তাদের অটোরিকশায় তুলে দাপা এলাকার বালুর মাঠে নিয়ে গিয়ে মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অক্ষম হওয়ায় তাদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়রা বিষয়টি বুঝে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্র জানায়, এই চক্রের পূর্বের কর্মকাণ্ডও অনুরূপ ছিল। এক মাস পূর্বে পঞ্চবটী রুসেন হাউজিংয়ের একটি ফ্ল্যাটে গিয়ে পতিতা ব্যবসার অভিযোগ তুলে চাঁদা দাবি করেছিল। তখন স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর তারা পাগলার চিতাশাল, তল্লা কোর্টের পেছনে, পোস্ট অফিস রোডের দারোগার বিল্ডিংয়ে গিয়ে একই কায়দায় চাঁদা দাবি করেছিল।
এছাড়া ১৫-২০ দিন পূর্বে পঞ্চবটী হরিহরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে গিয়ে এক দম্পত্তিকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল।
স্থানীয় সাংবাদিক মহল শামীমা ও তার সহযোগীদের কর্মকা- নিয়ে ক্ষুব্ধ। তারা ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছিলেন, তবে কোনো কার্যকর ব্যবস্থা হয়নি।
শামীমা খানম সোনিয়া ও তার সহোযোগীদের আটকের সংবাদে স্থানীয় গণমাধ্যমকর্মীরা থানায় তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই পুলিশ কর্মকর্তাকে রগ কাটার এবং মামলা দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সোহাগকে ধরতে অভিযান চলছে।”
বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫২ ১৮ বার পঠিত