গোরস্তানে আলোকসজ্জা করা উন্নয়ন নয় : নজরুল ইসলাম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোরস্তানে আলোকসজ্জা করা উন্নয়ন নয় : নজরুল ইসলাম খান
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



গোরস্তানে আলোকসজ্জা করা উন্নয়ন নয় : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘একজন রাজনীতিবিদ বলেছিলেন—যে দেশের মানুষ বেকার, উপার্জনহীন, বুভুক্ষ, দরিদ্র; সেই দেশে বড় বড় অট্টালিকা, রাস্তাঘাট, পুল-কালভার্ট এসব হলো গোরস্তানে আলোকসজ্জা করা। আপনি একটা গোরস্তানে আলোকসজ্জা করে দেখাতে পারেন বড় সুন্দর লাগছে। কিন্তু তার চারদিকে অন্ধকার। এটা উন্নয়ন নয়।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশে উন্নয়ন দেখেছি। বড় বড় দালানকোঠা, বড় বড় এক্সপ্রেসওয়ে, নতুন নতুন ট্রেন ইত্যাদি। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে।
পত্রিকায় পড়েছি, কোটিপতি উৎপাদনের দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষে। এ দেশে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতিবছর। অথচ আমরা এটাও পড়েছি যে প্রতিবছর লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আরেক দিকে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে পড়ে যায়।
এটাকে উন্নয়ন বলে না।’

তিনি বলেন, ‘আপনারা খানিকক্ষণ পরেই শুনবেন যে কেমন উন্নয়নের স্বপ্ন দেখে বিএনপি। কিভাবে সে উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই আমরা। খালি বললেই তো হবে না। আমরা দেশের মানুষকে শিক্ষিত করতে চাই।
কিভাবে শিক্ষিত করবেন? আমরা দেশের মানুষের উপার্জন বাড়াতে চাই। কিভাবে করবেন? আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। কিভাবে করবেন? আমরা নারীদের অধিকার সুনিশ্চিত করতে চাই। কিভাবে করবেন? আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই জনগণের জন্য কিভাবে?’

তিনি বলেন, ‘আজকে একটা জরিপের রিপোর্ট বের হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল, বেশি আসন এই নির্বাচনে কে পাবে? কোন দল? শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি। আর শতকরা ২৬ ভাগ উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো ৪৪ ভাগ। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম। এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা এক ভাগও না। এর চেয়েও কম। এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। এটা মনে রাখতে হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ও ওলামা দলের জেলা পর্যায়ের প্রথম ৫ নেতা। বিকেলে এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৭   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহ্বান বিএনপি নেতার
পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
আগামী মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি চলবে ট্রেন: শেখ মঈনুদ্দিন
শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা
ভারতের নয়, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি: হাসনাত
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: মির্জা ফখরুল
চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল : সিইসি
গোরস্তানে আলোকসজ্জা করা উন্নয়ন নয় : নজরুল ইসলাম খান
দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট : অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ