টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিশ্ব স্বীকৃতি পেয়েছে। ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো কনভেনশনের ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সর্বসম্মতভাবে টাঙ্গাইল শাড়িকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

প্যারিসের বাংলাদেশ দূতাবাস জানায়, এ তালিকায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। আর পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ার পর গত চার বছরে দেশের দ্বিতীয় অর্জন। এর আগে ২০২৩ সালে ‘ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র’ একই স্বীকৃতি পেয়েছিল।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুই শতকেরও বেশি সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের সৃষ্ট শাড়ি আজ বৈশ্বিক স্বীকৃতি পেল- এটি বাংলাদেশের জন্য অসাধারণ গৌরবের বিষয়। টাঙ্গাইল শাড়ি নারীদের নিত্যসঙ্গী; তাদের ভালোবাসাই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বড় ভূমিকা রেখেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ইউনেস্কো সদর দপ্তরে জমা দেওয়া আবেদন সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত অনুমোদন পায়। রাজনৈতিক জটিলতার আশঙ্কা থাকলেও বাংলাদেশ জমাকৃত নথিকে কনভেনশনসম্মত ও উচ্চমানসম্পন্ন হিসেবে ঘোষণা করে পর্ষদ।

২০২৩ সালে ভারত টাঙ্গাইল শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, গবেষকদের মতে ইউনেস্কোর এ স্বীকৃতি সেই জটিলতা কাটাতে সহায়ক হবে।

ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী এ স্বীকৃতি দুই দেশের নারীদের জন্যই নতুন গর্বের উপলক্ষ সৃষ্টি করবে।

পর্ষদের ২০তম সভা ৭ ডিসেম্বর শুরু হয়েছে এবং আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৫   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের
সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন
সময় নষ্ট না করে মাঠে নামুন : তারেক রহমান
টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি
বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান
বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে - তথ্য উপদেষ্টা
‘মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে: অঞ্জন দাস
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ