![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করার সময় চোরকে চিনে ফেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম লিপি বেগম (৩৫)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শিমলা বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী ঢাকা র মোহাম্মদপুর র্যাব-২ এ কর্মরত আছেন। লিপি খাতুন তাঁর মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার ভোরের দিকে চোরেরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, এ সময় গৃহবধূ চোরকে চিনে ফেলায়, তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সকালে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া এ বিষয়ে বলেন, “শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:১৬:০৫ ১৩৮ বার পঠিত