
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা স্মরণীতে প্রতি বছরের ন্যায় ১২ ডিসেম্বর সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস পালিত হলেও এবারের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, অত্যন্ত ঢিলেঢালাভাবে ও অনাড়ম্বর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে, যা স্বাধীনতা সংগ্রামী সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উপজেলা শহরের মুক্তিযোদ্ধা স্মরণীর পরিবেশ ছিল আবর্জনাযুক্ত। সবচেয়ে গুরুতর বিষয় হলো, গুরুত্বপূর্ণ এই দিবসে মুক্তিযোদ্ধা স্মরণীতে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়াও, দিবসটি পালনের নামে কেবলমাত্র একটি পুষ্পস্তবক দিয়েই দায়সারাভাবে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
এই ঘটনাকে স্থানীয় স্বাধীনতাকামী সচেতন মহল ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, এভাবে হানাদার মুক্ত দিবস পালন করা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা ও অশ্রদ্ধা জানানোর শামিল। ”হানাদার মুক্ত দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা এবং আবর্জনাযুক্ত পরিবেশে শুধুমাত্র একটি পুষ্পস্তবক দিয়ে দায় শেষ করা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবহেলা,” বলেন এক অসন্তুষ্ট মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য।
হানাদার মুক্ত দিবসে কেন জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম তালুকদার বিস্ময়করভাবে পিয়নের উপর দোষ চাপিয়ে পাশ কাটিয়ে যান। তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সাক্ষাতে কথা বলতে চেয়েছেন।
এহেন অবহেলা ও অসংগতির কারণে, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই দিবসটির মর্যাদা রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সরিষাবাড়ীর সচেতন নাগরিক সমাজ।
বাংলাদেশ সময়: ১৭:০৭:৪৮ ৪ বার পঠিত