
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এই ঘোষণা দেন।
তিনি তার পারিবারিক নিরাপত্তার কথা ভেবে এই ঘোষণা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘নির্বাচনের সামনে আমি নিরাপত্তা নিয়ে ভুগছি এবং আমার পরিবার থেকে চাপের কারণে আসন্ন ত্রয়োদশ নির্বাচন থেকে আমি আমার নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৬ ১০ বার পঠিত